Sun. Oct 19th, 2025
Advertisements

 

jsc ssc result

খােলাবাজার২৪, বুধবার  ২৪ জুন, ২০২০: মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা উপযুক্ত পরিবেশ তৈরি হলেই নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সরকারের সব প্রস্তুতি থাকার পরও করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনে পাঠদান চলছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।’

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘এরকম সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে যেন কাজে লাগাই। পাবিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।’

শিক্ষাখাতের বরাদ্দ বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেন মন্ত্রী।

এবারের বাজেটে কালো টাকাকে সাদা করার অবাধ সুযোগকে অনৈতিক উল্লেখ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। বলেন, ‘এটি অর্থনৈতিকভাবে তেমন ফলদায়ক নয়। এই সুযোগ রাজনৈতিকভাবে জনপ্রিয়তা বৃদ্ধি করে না। এটি দেয়ার কোনো যৌক্তিকরা আছে বলে আমি মনে করি না।’

বাজেট বক্তৃতায় তিনি বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনা করে বলেন, ‘তাকে বলতে চাই, বক্তব্যে কোরআন-হাদিসের কথা বলবো, আর কোরআনের আদেশের সুস্পষ্ট লঙ্ঘনকারী, এতিমের অর্থ আত্মসাৎকারীর পক্ষে সাফাই গাইবো- এ দুটো এক সঙ্গে হয় না।’