Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার২৪  মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২০: রোনাল্ড কোম্যানের ফোন একটুও বিশ্রাম পাচ্ছে না। লুইস সুয়ারেজকে এরই মধ্যে নাকি বলে দিয়েছেন তাঁকে দরকার হবে না নতুন কোচের। এমনকি ক্লাবের দুই কিংবদন্তি জেরার্ড পিকে ও সার্জিও বুসকেটসকেও ফোন দিয়েছেন। একজনকে বলেছেন, থাকতে সমস্যা নেই কিন্তু শতভাগ নিবেদন নিয়ে খেলতে হবে। অন্যজনকে বলেছেন, থাকলেও মাঠের চেয়ে বেঞ্চেই বেশি সময় কাটানোর জন্য প্রস্তুতি নিয়ে রাখা ভালো। ওদিকে যাঁর সঙ্গে সবার আগে কথা বলেছিলেন কোম্যান, সেই মেসিই আজ মুখ খুলতে যাচ্ছেন প্রথমবারের মতো।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি কোম্যানের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হতে পারেননি মেসি। আর প্রিয় বন্ধু সুয়ারেজকে এভাবে চলে যেতে বলাও নাকি মেনে নিতে পারছেন না মেসি। ফলে ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও মেসির এ বছরই বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওলের প্রতিবেদন সত্যি হলে সব প্রশ্নের উত্তর আজই মিলবে।