
জনমত জরিপে বাইডেন থেকে অনেকটাই পিছিয়ে পড়ছেন। সর্বশেষ চারটি অংঙ্গরাজ্যে পরিচালিত জরিপে দেখা যায়, ডেমোক্রেটিক প্রার্থী তিনটিতেই এগিয়ে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ২১ দিন বাকি রয়েছে।
অবশ্য হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্পের মাধ্যমে অন্যদের মধ্যে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি আর নেই।
এর আগে গত শুক্রবার প্রকাশিত একটি জনমত জরিপে দেখা যায়, চারটি রাজ্যের মধ্যে মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে এগিয়ে রয়েছেন বাইডেন। ট্রাম্প সুবিধাজনক অবস্থানে আছেন ওহাইওতে। জয় পেতে চাইলে পেনসিলভানিয়ায় এগিয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে বিজয়ের জন্য ট্রাম্প ও বাইডেন দুজনই এ রাজ্যটিকে খুবই গুরুত্ব দিচ্ছেন।
পেনসিলভানিয়ায় রয়েছে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট। বাইডেন এ রাজ্যে ৪৯.৬ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এখানে ট্রাম্পের সমর্থন ৪৪.৫ শতাংশ। এ ছাড়া মিশিগানে বাইডেন ৫০.২ শতাংশ এবং ট্রাম্প ৪৩.২ শতাংশ, উইসকনসিনে বাইডেন ৪৯.২ শতাংশ এবং ট্রাম্পের ৪২.৫ শতাংশ সমর্থন রয়েছে।
তবে ওহাইতো ট্রাম্প এগিয়ে রয়েছেন ৪৭ শতাংশ সমর্থন নিয়ে। এখানে বাইডেনের সমর্থন ৪৫.৪ শতাংশ। গত নির্বাচনে ট্রাম্প এখানে বেশ ভালো ব্যবধানে জয়ী হয়েছিলেন।