Sat. Oct 18th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,০২,নভেম্বর,২০২০: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসায়ী দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১২ এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তেই গনি মালের মালিকানাধীন মুদিমনোহারি, স্বপন খন্দকারের মুদি দোকান, রবিউলের ইলেকট্রনিক্সের দোকান, হাসানের মুদি দোকান, নিজামের চায়ের দোকান, মিজানুরের মুদি দোকান ও রনির রেষ্টুরেন্টে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা পর স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ওই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটতে পারে।’এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান, ‘ক্ষতিগ্রস্থদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।