খােলাবাজার২৪, মঙ্গলবার ০২ জানুয়ারি ২০২১ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হাজীগঞ্জ শাখা চাঁদপুরের হাজিগঞ্জে মুকিম উদ্দিন শপিং সেন্টারে ৩১ জানুয়ারি ২০২১, রবিবার স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মোঃ মাহবুব-এ আলম। হাজীগঞ্জ শাখাপ্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সামাজ সংগঠক ডাঃ মোঃ আলমগীর কবির পাটোয়ারীসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।