‘বন্ধু তুমি পর’ শিরোনামের গানটি লিখেছেন নুরে আলম মামুন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী মুস্তফা। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সোহাগ ও তারিন। এটি নির্মাণ করেছেন ফিরোজ সরকার।
গানটি নিয়ে বাবু বলেন, গানটির কথা ও সুর চমৎকার হয়েছে। মিউজিক ভিডিওটিও সবার পছন্দ হবে আশা করছি। আমার অন্য গানগুলোর মতো এই গানটিও শ্রোতাদের মনে দাগ কাটবে।এদিকে মিউজিক ভিডিওটি নিয়ে বেশ আশাবাদী মডেল সোহাগ। ভিডিওটি প্রকাশ হবে ই-মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে।