Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবারর,১৪ ফেব্রুয়ারি ২০২১ঃ রূপালী ব্যাংকের মামলা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনার লক্ষ্যে ব্যাংকে একটি অটোমেশন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪.০২.২০২১) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে রূপালী কেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এই সফটওয়্যার ব্যবহার করে ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ট জটিল ও গুরুত্বপূর্ণ মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে মনিটরিং ও ফলোআপ জোরদার করা যাবে। মামলার বর্তমান অবস্থা ও অগ্রগতি সংক্রান্ত সকল ধরনের বিবরণী তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। এর ফলে শাখা কর্তৃক মামলার তদারকি সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক অরিজিৎ চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আবদুল বাসেত খান। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শওকত আলী খান, সালমা বানু ও ইয়াছমিন বেগমসহ উর্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।