Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবারর,১৪ ফেব্রুয়ারি ২০২১ঃ যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে নোয়াখালীর বেগমগঞ্জে এ.মজিদ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, যমুনা ব্যাংকের উপ ব্যবস্থপনা পরিচালক মোঃ আব্দুস সালাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রায় ৩১০৫ জন রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৩২৯ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কমফোর্ট জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিক সেন্টার।