Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার, ১৯র্মাচ ২০২১ঃ ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভের প্রথম বাংলাদেশি ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ মুক্তি পেয়েছে ১৮ মার্চ। তবে এর আগেই ট্রেলারে চমক দেখিয়েছে চঞ্চল-শুভর ‘কন্ট্রাক্ট’।

মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা উপন্যাস ‘কন্ট্রাক্ট’ অবলম্বনে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা এবং তারিক আনাম খান।

সিরিজটিতে দেখা যাবে ঢালিউডের দুই জনপ্রিয় তারকা চঞ্চল ও শুভর মধ্যে থাকা এক চরম বিরোধ। প্রথমবারের মতো কোন ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা।

জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় কনটেন্টটির ঘোষণা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দেশের সুপরিচিত লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। এতে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা শিল্পী। ওয়েব সিরিজটির কাহিনি বেশ নাটকীয় ও রোমাঞ্চকর। আমাদের প্রত্যাশা দর্শকদের মাঝে কনটেন্টটি যথেষ্ঠ সাড়া ফেলবে।’

আরিফিন শুভ বলেন, ‘এই সিরিজে পুরো টিম যে কাজ করেছে তাতে আমি সত্যিই গর্বিত। আমার সঙ্গে অভিনয় করা অন্যান্য তারকাদের ও দুই পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা ছিল বেশ উপভোগ্য। আমার বিশ্বাস সিরিজটি নিয়ে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।

চঞ্চল চৌধুরী বলেন, ‘অসাধারণ এই গল্পে আমরা যে পরিশ্রম করেছি, আমার প্রত্যাশা দর্শকরা তার সঠিক মূল্যায়ন করবেন। পুরো টিমের সঙ্গে কাজটি আমি বেশ উপভোগ করেছি।’