Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার২৪, সোমবার ২২র্মাচ ২০২১ঃ করোনাকালের প্রথমদিকে নাটক নির্মাণের সংখ্যা কমে গেলেও এখন আবারও চাঙ্গা হচ্ছে নাট্যাঙ্গন। কিছুদিন আগে শুটিং হওয়া ধারাবাহিক নাটক ‘মমতাজ মহল’ ২৩ মার্চ থেকে বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে।মাসুদুর রহমানের রচনা এবং সজীব মাহমুদের পরিচালনায় নাটকটি সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর, তানিয়া বৃষ্টি, অ্যালেন শুভ্র, শাওন, রিমি করিম, গোলাম ফরিদা ছন্দা, সাবেরী আলম, মীম, সায়েরা জাহান, নয়ন, তানভীর মাসুদ, আলামিন সবুজ, মিশু রহমান, টুটুল চৌধুরী, লিটন প্রমুখ।

এই নতুন নাটক প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘নাটকের গল্পটি খুবই ভালো। মমতাজ মহল হলো পারিবারিক ভালোবাসার মহল, সমাজের একটি অংশ মাত্র। এখানে সব ধরনের চরিত্র রয়েছে। মমতাজ মহলের মালিক ঈমান স্ত্রীর জন্য মমতাজ মহল করলেও তার সুপ্ত বাসনা তার ঘর হোক পৃথিবীর সবচেয়ে ভালো ঘর। গল্পের ভেতরে অনেকগুলো পরিবার মিলে হয়ে উঠেছে সমাজের একটা ক্ষুদ্র অংশ। তাদের চরিত্র হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের সুখ-দু:খ, আনন্দ বেদনা ও সমস্যার সমাধানগুলো ক্যামেরা বন্দী করে জীবনের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। আশা করা যায়, সবকিছু মিলিয়ে দর্শক তার স্বপ্নের পৃথিবী মমতাজ মহলেই খুঁজে পাবেন।’