Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার২৪, মঙ্গলবার, ২৩র্মাচ ২০২১ঃ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করল বাংলাদেশ দল।মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৬টায় ম্যাচটি শুরু হয়।

খেলার ৩০তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ।  ডান দিক দিয়ে আক্রমণে যান জাতীয় দলের তারকা ফুটবলার সাদ উদ্দিন। তার নেয়া শটটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন কিরগিজস্তানের কুমারবাজ বাইয়ামান।এই আত্মঘাতী গোলেই প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াবিহীন বাংলাদেশ দল।

কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলে দেশে ফেরার দুই দিন পর সোমবার সকালে নেপাল গিয়ে বিকালে কাঠমাণ্ডুতে দলের অনুশীলনে যোগ দেন জামাল ভূঁইয়া। লম্বা জার্নিংয়ের কারণে অধিনায়ককে বিশ্রামে রেখেই ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে অন্তত এক পা এগিয়ে গেল কোচ জেমি ডে’র শিষ্যরা।

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে। চ্যাম্পিয়ন দল পাঁচ হাজার এবং রানার্সআপ দল তিন হাজার মার্কিন ডলার পাবে। টুর্নামেন্ট সেরা ফুটবলারকে ৫০০ ডলার এবং প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়কে ২৫০ মার্কিন ডলার দেওয়া হবে।