Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার ,১৭আগস্ট,২০২১ঃ বাংলাদেশ সার্ভে এন্ড ভ্যালুয়েশন কম্পানিস ফার্মস এন্ড ইন্ডিভিউজুয়াল কনসার্ন এসোসিয়েশন (BSVCFICA) এর উদ্যোগে গত ১৫ই আগষ্ট, রোজ রবিবার, দুপুর ২টায় ঢাকা রিপোর্টাস ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ” বঙ্গবন্ধুর দর্শন ও সম্পদ মূল্যায়ন নীতি ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে এবং সহ-সম্পাদক এডভোকেট ইলিয়াস আরাফাত’র সঞ্চালনায় সাধারণ সম্পাদক মো: হারুন-অর-রশিদ সুমনসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, সহ-সভাপতি এডভোকেট সেলিম মিয়া, কোষাধক্ষ্য আশরাফুল মাওলা জুয়েল, সহ কোষাধক্ষ্য এডভোকেট রুহুল আমিন ও মোঃ সেলিম হোসেন রাজা।
আলোচনা সভায় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন বলেন- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। যার নেতৃত্বে বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং একটি লাল সবুজের পতাকা।
বাঙ্গালী জাতিকে অর্থনৈতিক মুক্তির লক্ষে্য তিনি রেখে গেছেন এক অনন্য অবদান। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তিনি আরও বলেন,বর্তমান আমাদের দেশের সম্পদ ব্যবহারকারী পাঁচটি প্রধান সংস্থা যদি সঠিকভাবে সম্পদের মূল্যায়ন করেন, সে ক্ষেত্রে আমাদের অর্থনীতিতে কালো টাকার পরিমাণ অনেকাংশে কমে যাবে। প্রথমতঃ সরকারি রেজিস্ট্রি অফিসে কোন সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পূর্বে বর্তমান বাজার মূল্য নির্ধারণ দ্বিতীয়তঃ কোন সম্পত্তি ব্যাংকে জামানত করার পূর্বে বর্তমান মূল্য নির্ধারণ।
তৃতীয়তঃ নগর সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স দেওয়ার পূর্বে সম্পত্তির বর্তমান বাজার মূল্য নির্ধারণ। চতুর্থতঃ ট্যাক্স রিটার্ন এর ক্ষেত্রে সম্পত্তির বর্তমান মূল্য নির্ধারণ। পঞ্চমঃ আর্থিক অডিট রিপোর্টের মধ্যে ফিক্সড অ্যাসেট অথবা স্থাবর সম্পত্তি সঠিক বর্তমান মূল্য নিরূপণের সাপেক্ষ দেশের অর্থনীতিতে যেমন রাষ্ট্রীয় আয় বৃদ্ধি পাবে, ঠিক তেমনই অপ্রদর্শিত সম্পদের পরিমাণ কমে যাবে।
আর এই কাজটিই ভেলুয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে করলে দেশ এবং জাতি যথেষ্ট উপকৃত হবে। এ সময় অন্যান্য বক্তারা, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের জোর দাবি জানান। মহান মুক্তিযুদ্ধের চেতনায় 2019 সালে নিবন্ধিত “বাংলাদেশ সার্ভে এন্ড ভ্যালুয়েশন কম্পানিস ফার্মস এন্ড ইন্ডিভিজুয়াল কনসার্ন এসোসিয়েশন” নামীয় সংগঠনটি বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।