Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,১৫সেপ্টেম্বর,২০২১ঃ বুধবার (১৫.০৯.২০২১) পল্লী সঞ্চয় ব্যাংকে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ব্যাংকের মহাব্যবস্থাপক দীপংকর রায়সহ উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য রোববার (১৩.০৯.২১) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে খন্দকার আতাউর রহমানকে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।