Thu. Oct 16th, 2025
Advertisements


খোলাবাজার২৪,বুশবার,০৬অক্টোবর ২০২১: স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক ব্রাঞ্চ অফিসিয়াল বৃন্দের অংশ গ্রহণে ০৫  অক্টোবর ২০২১ তারিখে আয়োজিত দিনব্যাপী “ওভারভিউ অন এএমএল অ্যান্ড সিএফটি অ্যান্ড রিলেটেড সার্কুলার” শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ রিস্ক অফিসার ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি.ব্যাংকের ডিএমডি অ্যান্ড সিবিও এম লতিফ হাসান, এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান ও ডেপুটি ক্যামেল কো আফরোজা খাতুন এবং ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন ফকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।