Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ০৯ডিসেম্বর,২০২১ঃ আজ শরিয়তপুরের জাজিরায় যুগোপযুগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের ১৫০ তম শাখা হিসেবে  কাজিরহাট শাখা উদ্বোধন করা হয়। যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন  যমুনা ব্যাংকের  দক্ষিণাঞ্চল ও ঢাকা থেকে আগত বিভিন্ন  শাখা সমুহের শাখা ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তাগণ, স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। প্রধান অতিথির বক্তব্যে জনাব নূর মোহাম্মদ বলেন যমুনা ব্যাংক তার গ্রাহকদের সর্বোচ্চ ব্যাংকিং সুযোগ সুবিধা দিয়ে কাজিরহাটের ব্যবসায়ীদের  নতুন করে ব্যসায়িক দ্বার উন্মোচিত করবে।