Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪,রবিবার,০৬ফেব্রুয়ারি,২০২২ঃ উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী লতা মঙ্গেশকর আজ সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

 

কিংবদন্তি এ শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন।

 

নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, লতা মঙ্গেশকর ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ৩৬ টি আঞ্চলিক ভাষা ও বিদেশী ভাষায় গান গাওয়ার রেকর্ড তার। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা কোনদিন পূরণ হবার নয়। ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরতেœ ভূষিত হয়েছেন তিনি। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ, তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণেও ভূষিত হয়েছেন তিনি। দাদা সাহেব ফালকে, মহারাষ্ট্রভূষণ, এনটিআর জাতীয় পুরস্কার, এএনআর জাতীয় পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে সংগীত অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবেন লতা মঙ্গেশকর।

নেতৃদ্বয় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।