Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, শনিবার, ০২ এপ্রিল, ২০২২ঃ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডাবাজারে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ সম্প্রতি উদ্বোধন করেছেন ব্যাংকের পরিচালক ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ.জেড.এম. শফিউদ্দিন শামীম। এ সময়ে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রাকিব উদ্দিন লিমন, পল্লী বিদ্যুৎ সমিতি, বরুড়ার ডিজিএম মোঃ জালাল উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আবদুল বাতেন সওদাগর ও আব্দুল হাই, সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসন, ব্যাংকের আড্ডাবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।