Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার, ০৫এপ্রিল, ২০২২ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘ইফেক্টিভ ইন্টারনাল অডিট প্রসিডিউর’ বিষয়ক এক কর্মশালা ০৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রুহুল আমিন ও মোঃ রাজা মিয়া। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম উপস্থিত ছিলেন। ব্যাংকের অডিট এবং ইন¯েপকশন ডিভিশন ও কমপ¬ায়েন্স ডিভিশনের সংশি¬ষ্ট নির্বাহী ও কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।