Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ০৭এপ্রিল, ২০২২ঃ ০৭ এপ্রিল ২০২২ তারিখ বৃহস্পতিবার পানির বিল পরিশোধে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং রাজশাহী ওয়াসার মধ্যে এক চুক্তি সম্পাদিত হয়। রাজশাহীর উপশহরস্থ ওয়াসার কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং রাজশাহী ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জাকীর হোসেন তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাজশহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, রাকাব এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন; আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম; ঋণ ও অগ্রীম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম, রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী মোঃ পারভেজ মামুদ ও সচিব মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে রাজশাহী ওয়াসার সকল গ্রাহক তাদের মোবাইলে রাকাব ই-ব্যাংকিং এ্যাপ ব্যবহার করে ২৪ ঘন্টা ঘরে বসে দ্রুত এবং ঝামেলা বিহীনভাবে পানির বিল পরিশোধ করতে পারবেন।