Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ১৫মে, ২০২২ঃ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: ও ইন্সটিটিউট ফর ডেভলপিং সাইন্স এ্যান্ড হেলথ্ ইনিসিয়েটিভস (আইডেশী)-এর যৌথ উদ্যোগে ১৪ মে ২০২২ তারিখে ঢাকারশহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষণও সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। থ্যালাসেমিয়া একটি মারাত্মক মৃত্যু ঝুঁকিপূর্ণ রোগ যা বাবা-মায়ের মাধ্যমে সংক্রমিত হয়। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব যদি একজন থ্যালাসেমিয়া বাহক অন্য আরেকজন থ্যালাসেমিয়া বাহককে বিবাহ না করেন। এজন্যই প্রত্যেক বিবাহযোগ্য ব্যক্তির থ্যালাসেমিয়া পরীক্ষা অত্যন্ত জরুরী।
অনুষ্ঠানে, এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২১ বিজয়ী ওআইডেশী’র লিড ড. ফিরদাউসী কাদরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবংশহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এবিএম মাকসুদুল আলমউপস্থিত ছিলেন।