Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, শনিবার, ২৭ আগস্ট, ২০২২ঃ সম্প্রতি শরী‘আহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সিএমএসএসই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে ৭ শতাংশ মুনাফায় ঋণ দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিস্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের। ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাকের হোসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও মো. ওবায়দুল হক।