Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২২: আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গায় “চুয়াডাঙ্গা উপশাখা” ও “কার্পাসডাঙ্গা উপশাখা” উদ্বোধন করে। উক্ত উপশাখা ২টির উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান  আলহাজ্ব নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।  এছাড়া আরো উপস্থিত ছিলেন  স্থানীয় জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। এছাড়াও যমুনা ব্যাংক ফাউন্ডেশন আগামী ২০ নভেম্বর থেকে ১৫ দিন ব্যাপি ফ্রী প্লাস্টিক  সার্জারি ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। আগ্রহী চিকিৎসাপ্রার্থীরা যমুনা ব্যাংকের যেকোনো শাখায় নাম রেজিস্টার করতে পারবেন।