Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২: ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী “জাতীয় সাইবার ড্রিল-২০২২”প্রতিযোগিতায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৫৫০০ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে রূপালী ব্যাংক।

রূপালী ব্যাংক লিমিটেড সেরা ব্যাংকের পুরস্কার পাওয়ায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর প্রতিযোগীদের অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাইবার সিকিউরিটি সেলের উপ-মহাব্যবস্থাপক মো. মাকছুদুর রহমান, সিনিয়র প্রোগ্রামার জি. এম. ফারুক হোসেন এবং টিমের সকল সদস্যরা।

প্রতিয়োগিতায় সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান হতে ৫৩টি দলে প্রায় ২৪৭ জন প্রতিযোগী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।