Sun. Oct 19th, 2025
Advertisements


খোলাবাজার২৪,বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ইং: বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল ন্যানো লোনের বিপরীতে ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একটি চুক্তি স্বাক্ষর করে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আবুল বশার এবং অতিরিক্ত পরিচালক মো: ইকবাল মহসীন এর উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের এফআইইউ এর পরিচালক জয়শ্রী বাগচী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কনজ্যুমার ব্যাংকিং এএনএম মাহফুজ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।