Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ইং: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৮৭তম শাখা কিশোরগঞ্জের ভৈরবে (নাথ টাওয়ার, পৌরসভা রোড) উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ২৩ জানুয়ারি, ২০২৩ ভৈরব পৌরসভা জিল্লুর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীম ও একেএম রাশিদুল হক চৌধুরী, প্রধান কার্যালয়ের আইসিসিডির প্রধান মোঃ আব্দুল মান্নান, জেনারেল সার্ভিস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ স্থানীয়ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।