Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৩ইং: গ্লোবাল ইসলামী ব্যাংক শরী’আহ সুপারভাইজরি কমিটির ১২তম অধিবেশন ০৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার উক্ত সভায় সভাপতিত্ব করেন।

অধিবেশনে কমিটির ভাইস-চেয়ারম্যান মাদরাসা-ই ফুরফুরা শরীফ, ঢাকার প্রধান মুফতি ছাঈদ আহমেদ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার মুহতামিম মুফতি সাহেদ রাহমানি (সদস্য), বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকার সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী (সদস্য), সুবহানবাগ জামে মসজিদ, ঢাকার খতিব মাওলানা শাহ ওয়ালীউল্লাহ (সদস্য), মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকার প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ (সদস্য সচিব) উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সরওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক সামি করিম, শরী’আহ সেক্রেটারিয়েটের মুরাক্বিবগণ এবং প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগীয় প্রধানগণ এই অধিবেশনে উপস্থিত ছিলেন।