Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৩ইং:  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ‘বাজুস ফেয়ার-২০২৩’ এর শুভ উদ্বোধন করলেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনের এ মেলার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

আজ বৃহস্পতিবার থেকে ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের আশা, এ মেলা দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেন, স্বর্ণ ও জমির দাম কখনো কমবে না।

এসময় তিনি সঠিকভাবে স্বর্ণখাতে বিনিয়োগের আহ্বান জানান। মেলায় ক্রেতাদের জন্য র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলঙ্কার ক্রয় করবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র‍্যাফেল ড্র’র কুপন সংগ্রহ করবেন। এ ছাড়া জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফার দিচ্ছে।

এবারের মেলায় ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

‘বাজুস ফেয়ার-২০২৩’ দ্বিতীয় বারের মত এ মেলার আয়োজন করা হলো।