২৩ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ মোঃ সোহেল,জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) ১৭ তম আবর্তনের নৃবিজ্ঞানের শিক্ষার্থী অর্ণব দাস সনাতন হিন্দু ধর্ম
থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন।গত ১০ই মার্চ,শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নাম পরিবর্তন করে রাখা হয় আহমাদ কাবির।
তিনি বলেন,আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস,এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস রেখেই সার্বজনীন ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
তিনি আরও বলেন,গত তিন থেকে চার বছর ধরে নিজের সাথে সংগ্রাম করে সব কিছু ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছি,আলহামদুলিল্লাহ।
প্রসংগত, ধর্মান্তারিত ঐ শিক্ষার্থী ঢাকার -১২১২ বাড্ডার ৪২ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা, বর্তমানে তিনি পরিবার ছেড়ে বন্ধুদের সাথে থেকে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন।