২৪মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ DIU প্রতিনিধি মাহমুদুল হাছানঃ খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে সুঅভ্যাস গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট(Political science Premier league 2023)। ১৯ মার্চ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ স্যার এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। গতকাল বুধবার(২২ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪ টি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া গ্রুপ পর্বের খেলায় জয়লাভ করে চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় ব্যাচ-২০ এবং ব্যাচ-১৩।
টান টান উত্তেজনা নিয়ে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হন ব্যাচ-২০ এবং রানার্সআপ হন ব্যাচ-১৩।
ফাইনাল ম্যাচ চলাকালীন সকল শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন- রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ।