Wed. Feb 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

২৬ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ  কলকাতা, ২৬ মার্চ : কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে “মুজিব চিরঞ্জীব” মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া, কলকাতায় সোনালী ব্যাংক লিমিটেড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ গ্যালারিতে একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।