Sun. Oct 19th, 2025
Advertisements
আব্দুল আউয়াল, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নন রেসিডেন্সিয়াল ব্যাংকের (এনআরবি) ৩০৯তম আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ১১টায় বন্দর বাজারের ফলপট্টি রোডের দোতলায় এ আউটলেট শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনআরবি ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক জাহিদুল আলম। ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী মেহেদী হাসানের সভাপতিত্বে এবং বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক মামুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্যাংকের বরিশাল শাখার উপ-ব্যবস্থাপক রিয়াজ খান, বাগেরহাটের মোল্লারহাট আউটলেট শাখার সিনিয়র অ্যাক্সিকিউটিভ অফিসার রিয়াজুল ইসলাম ও বানারীপাড়া আউটলেট শাখার ব্যবস্থাপক অ্যাক্সিকিউটিভ অফিসার তৌহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী হোসেন, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি ইলিয়াস শেখ ও ব্যবসায়ী মামুন মিয়া প্রমুখ।