Sun. Oct 19th, 2025
Advertisements

২১ মে খোলা বাজার অনলাইন ডেস্ক : হজ্জ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে একটি হজ্জ বুথ এবং মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে।

উক্ত ক্যাম্পে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে হজ্জ গমনেচ্ছুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে হজ্জ গমনেচ্ছুদের মাঝে হজ্জ গাইড এবং ৩০,০০০ পিস ছাতা প্রদান করা হবে। রোববার (২১ মে) শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত বুথ, মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন এবং হজ্জযাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ এবং আশকোনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।