Sun. Oct 19th, 2025
Advertisements

সারোয়ার মিরন, রামগতি, লক্ষ্মীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগতি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
২২মে সোমবার বিকেলে উপজেলার আলেকজান্ডার বাজারে অনুষ্ঠিত এ বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল ওয়াহেদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, পৌর আ.লীগ সভাপতি সাইদ পারভেজ, সাধারণ সম্পাদক ওয়ারেছ মোল্লা, ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, যুবলীগের যুগ্ম আহবায়ক সোয়াইব হোসেন খন্দকার, আ.লীগ নেতা নুরুল আলম মাষ্টার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জোবায়ের হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আবদুল ওয়াহেদ। তিনি বলেন, আমাদের নেত্রীকে হত্যার প্রকাশ্য হুমকিদাতা আবু সাইদ চাঁদের দ্রুত বিচার দাবি করছি। রামগতিতে উঁৎপেতে থাকা চাঁদের মতো এ ধরনের জামাত-বিএনপি’র সন্ত্রাসীদেরও উৎখাত করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠে। ইতিমধ্যে পাবনাসহ বেশ কয়েকটি এলাকায় তার বিরুদ্ধে মামলা হওয়ার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।