Sun. Oct 19th, 2025
Advertisements

২৩ মে খোলা বাজার অনলাইন ডেস্ক : হজযাত্রীদের উপহার হিসেবে ব্যবহার্য সামগ্রী প্রদান করলো স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে রবিবার ঢাকার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান হজযাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এসময় মো. মোহন মিয়া, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ, সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি এবং মোহাম্মদ ইদ্রিচ, হেড অব এগ্রি অ্যান্ড রুরাল ইনভেস্টমেন্ট, রিটেইল ব্যাংকিং এবং হজ ইউনিটের প্রধানসহ স্ট্যান্ডার্ড ব্যাংক প্রধান কার্যালয়ের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড ব্যাংক হজযাত্রীদের বৈদেশিক মুদ্রা বিনিময়, ফ্রি পাসপোর্ট এসডোর্সমেন্ট ও হজ বিষয়ক তথ্য সেবা প্রদানের জন্য আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ পরিচালনা করছে।