Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

০৬জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : অন্তর কুমার রায় ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে একরামুল হক (৪২) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আছিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনা ধরলা সেতুর দক্ষিণ পাশ থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন চালক একরামুল। ট্রাক্টরটি আছিয়ার বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ পিছনের চাকার বেয়ারিং ভেঙ্গে যায়। চালক একরামুল ট্রাক্টরটি রাস্তার পাশে দাঁড় করিয়ে জগ লাগিয়ে চাকা খুলতে শুরু করেন। এক পর্যায়ে জগ থেকে পিছলে বালু বোঝাই ট্রাক্টর তার উপর পড়লে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাকে ট্রাক্টরের নিচ থেকে বের করতে না পারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।