Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১৪জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগ ২০২২-২৩ এ অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। বুধবার (১৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের সবিচালয়ে রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এবং রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর বিজয়ী দলকে ফুল দিয়ে বরন করে নেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, নারী ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে রূপালী ব্যাংক। তিনি আরও বলেন, ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের নারী ক্রিকেটারদের পাশে থাকা যাতে করে তারা বাংলাদেশ নারী ক্রিকেটকে বিশ^ চ্যাম্পিয়ন বানাতে পারে। এ সময় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক ও রূপালী ব্যাংক নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চ্যাম্পিয়ন ট্রফিটি ব্যবস্থাপনা পরিচালকের হাতে তুলে দেন। নিগার সুলতানা ক্রিকেটারদের পাশে থাকার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সংবর্ধনাকালে ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, ডিএমডি ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি হাসান তানভীর, সাধারণ সম্পাদক ও ডিজিএম মো. সাখাওয়াত হোসেন এবং ব্যাংকের জিএমসহ ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ১৩ জুন (মঙ্গলবার) সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হয় নারী ক্রিকেট লীগের গুরুত্বপূর্ণ ম্যাচটি। এই ম্যাচে অপরাজিত দল হিসেবে ফেভারিট ছিল রূপালী ব্যাংক। খেলার শুরু থেকেই মোহামেডানকে চাপে রেখে শেষ পর্যন্ত ৫৩ রানের বিশাল জয় তুলে নেয়। এ জয়ের ফলে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল ১৪ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

মোহামেডান, বেকেএসপি ও আবাহনীসহ ৯টি দল ক্রিকেট লীগে অংশগ্রহণ করে।