Sun. Oct 19th, 2025
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্ক : যশোরে জনতা ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার। গত শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩) যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ডিএমডি মোঃ রমজান বাহার ও মোঃ নূরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এরিয়া ও শাখা প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার ব্যাংকের সকল সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়া সিএমএসএমই ঋণ বিতরন বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি, শ্রেণীকৃত এবং অবলোপনকৃত ঋণ আদায়-হ্রাস ও গ্রাহক সেবার মান উন্নয়নের উপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।