Thu. Oct 16th, 2025
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম ধাপের ৪৮ ঘণ্টার অবরোধ প্রত্যাখ্যান করে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার বিকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর পাঠানো এক বিবৃতিতে অবরোধ প্রত্যাখ্যান করার বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে এনায়েত উল্যাহ বলেন, বিএনপি-জামায়াতের ডাকা বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টা সারাদেশে সড়ক-রেল-নৌপথ অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো।

তিনি বলেন, জনবিরোধী এ অবরোধে মালিক-শ্রমিকেরা কখনো সাড়া দেবে না। ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হলো।