খোলাবাজার অনলাইন ডেস্ক : ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূত পিটার ডি. হাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভার অপব্যাখ্যার বিষয়ে তারা অবগত। মার্কিন পররাষ্ট্র নীতি এবং রাষ্ট্রদূত হাসের মিটিং সম্পর্কে মিস জাখারোভার ইচ্ছাকৃত ভুল সম্পর্কে সচেতন বলেও জানায় মার্কিন দূতাবাস।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত বুধবার মস্কোতে নিয়মিত ব্রিফিংয়ে অভিযোগ করেছেন, ‘ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার সাথে যুক্ত রয়েছেন। পরিকল্পনার বিষয়ে সম্প্রতি বিরোধী দলের এক নেতার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস’।
এই ধরনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় ঢাকায় মার্কিন দূতাবাসের দপ্তরে। শনিবার দুপুরে ঢাকাটাইমসের পক্ষ থেকে মার্কিন দূতাবাসে যোগাযোগ করা হলে একটি লিখিত বার্তায় মার্কিন দূতাবাস জানায়, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। বাংলাদেশের আলাদা কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না এবং পক্ষপাত করে না। ’
‘বাংলাদেশের জনগণ যা চায়, আমরা তাই সমর্থন করি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষ্যে, বাংলাদেশি জনগণের স্বার্থে মার্কিন দূতাবাসের কর্মীরা, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেকহোল্ডারের সাথে যোগাযোগ আছে এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যাবে’ বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রুশ মুখপাত্র মারিয়া জাখারোভার অভিযোগ, অক্টোবরের শেষের দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং বিরোধী দলের উচ্চপর্যায়ের এক প্রতিনিধির মধ্যে বৈঠক হয়েছে। সেই বৈঠকে দেশে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা হয়েছে।
জাখারোভা আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে ও বিদেশিদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম’। এনিয়ে রাশিয়ার কোনো সংশয় নেই বলেও জানান তিনি।