Sun. Oct 19th, 2025
Advertisements

 

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি: জিয়ানগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী ও সহকারি কমিশনার ভূমি এস এম আল আমিন এবং থানা অফিসার ইনচার্জ মারুফ হাসানের সাথে এক পরবচিতি ও মাতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বুধবার ২৬ শে অক্টোবর সন্ধ্যায় জিয়ানগর প্রেসক্লাব সভাকক্ষে প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন এর সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এম আহসানুল ছগীর,আজাদ হোসেন বাচ্চু,আলমগীর কবির মান্নু,বর্তমান সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম,খান মোহাম্মদ নাসির উদ্দিন,সিনিয়র সহ সভাপতি সাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম, প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক হাফিজুর রহমান,সাহিত্য প্রকাশন সম্পাদক কামরুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন বাবু, শফিকুল ইসলাম আরিফ,আরিফুল ইসলাম আরিফ,এইচএম বাসার, আলামিন হোসেন সহ ক্লাবের সকল সদস্য্য বৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিকগন।
অতিথিদয় ক্লাবের সদস্যদের সাথে উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান।