Wed. Apr 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ভোরের প্রথম আলো রাঙিয়ে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা, কল্যাণ ও নতুন জীবনের বাঙ্গালীর
প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে উদযাপিত হয় নববর্ষ।

সোমবার বেলা ১০ টায় উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা প্রাঙ্গণে সিটির বাসিন্দা ও রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তা-কর্মচারীরা দিনটি উদযাপন করেন একত্রে শতকণ্ঠে এসো হে বৈশাখ, এসো এসো গান গেয়ে । এসময় বৈশাখ উপলক্ষ্যে রূপায়ণ সিটির ভেতরে সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলার উপলক্ষে বাহারি পণ্যের সমারোহ ঘটানো হয়েছে ।

সিটির একাধিক বাসিন্দা দেশ রূপান্তরকে বলেন, বাঙ্গালীর সার্বজনীন লোকজ উৎসব পয়লা বৈশাখ। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। প্রতিবছরের ন্যায় এবারও পয়লা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ।
বাহিরের অনুষ্ঠানগুলোর থেকে অনেকটাই ব্যতিক্রম, সুন্দর ও বাসিন্দাদের একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করতে রূপায়ণ সিটির জুড়ী নেই। রয়েছে ব্যাপক নিরাপত্তা। তাই কোথাও যাওয়া দরকার হচ্ছে না।

রূপায়ণ সিটি উত্তরা প্রধান নির্বাহী কর্মকর্তা এর মাহবুবুর রহমান বলেন, আজকে রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত বাসিন্দা, গ্রাহক, কর্মকর্তা কর্মচারীরা স্বতঃস্ফূর্ত ভাবে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন করেছে। কমিউনিটি লিভিং এর যে আনন্দ এটা আজকে আপনারা দেখতে পেয়েছেন। সম্পূর্ণ নিরাপদ পরিবেশ বৈশাখী মেলা হচ্ছে। রূপায়ণ সিটি বরাবরই উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তার সম্মানিত গ্রাহক ও বাসিন্দাদের সুবিধা ও আনন্দ দিয়ে থাকে। আমি আশা করছি এই বছর আমাদের সবার জন্য আনন্দময় হবে। একটা স্লোগান হোক আমরা সবাই একত্রে মিলেমিশে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

অন্যদিকে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালীর ইতিহাস, সাংস্কৃতিক এতিহ্য ও সম্প্রীতির মাধ্যমে উদযাপনের মাধ্যম বাংলার নববর্ষ। এই নগর জীবনে অন্তরের যে স্বত্বা সে সত্তাকে বারবার খুঁজে ফিরি। নগরের এই যান্ত্রিক জীবনে সম্প্রীতির অনন্য উদাহরণ নিয়ে দাঁড়িয়ে আছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণ সিটিতে শতকন্ঠে আজকে আমরা বর্ষবরণ করেছি। সকল বয়সী মানুষের অংশগ্রহণ, এটাই কমিউনিটি লিভিং এর সৌন্দর্য্য । যা কিনা সম্প্রীতির বার্তা কে বারবার মানুষের কাছে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করে। দেশ, জাতি রূপায়ণ সিটি সহ আবাসন শিল্পের সাথে যারা জড়িত আছে তাঁরা সহ আমাদের শুভাকাঙ্খী যারা আছেন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । পাশাপাশি সম্প্রীতির বন্ধনটা চারদিকে ছড়িয়ে দিয়ে আজকের নববর্ষ কে যেন আমরা বুকে ধারণ করতে পারি সে কামনাই করছি ।