মাহমুদুল হাসান ইয়াহইয়া তাহেরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: আজ ২১ মে ২০২৫, বুধবার, যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার মাসিক সভা সুনামগঞ্জ সদর উপজেলার শায়খুল ইসলাম হিফজুল কুরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী।
সভায় আসন্ন সিলেট বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে নানা প্রস্তুতি ও করণীয় নির্ধারণসহ সংগঠনের গঠনমূলক কার্যক্রম প্রসারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন: সহ-সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া, মাওলানা আলী নুর আহমদ হাদি, মাওলানা গৌছ উদ্দিন;
যুগ্ম সম্পাদক মুফতি তোফায়েল আহমদ কামরান রানীগঞ্জী আহমদ কামরান; সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ; সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আসআদ বিন জয়নুল আবেদীন; প্রচার সম্পাদক মাওলানা কে এম আবু আইয়ুব আবু আইয়ুব; অর্থ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ; দপ্তর সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ; তথ্যপ্রযুক্তি সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী; এবং নির্বাহী সদস্যবৃন্দ—হাফিজ মাওলানা হাসান আহমদ দুলাল, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা ফরিদ মাসুদ, মাওলানা তাফাজ্জুল হক চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান আলমগীর, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা হারিস উদ্দিন, মাওলানা মাসউদ আহমদ হিরা, মাওলানা জুনায়েদ আহমদ প্রমুখ।
পরিশেষে সংগঠনের সহ-সভাপতি মাওলানা মাহবুব সালমানের আম্মা, দপ্তর সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদের আম্মা এবং ছাতক উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল এর চাচাতো ভাইয়ের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আল্লাহ তাআলা আমাদের সকল খেদমতকে কবুল করুন। আমীন।