Sun. Aug 31st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

জসিম আহামেদ, ময়মনসিংহ প্রতিনিধি: জসিম আহামেদ (ময়মনসিংহ)প্রতিনিধি -২৮ আগষ্ট(বৃহস্পতিবার) ছিল দেশের জনপ্রিয় বাউল গানে কন্ঠ শিল্পী মুন্নী সরকারের জন্মদিন। এদিন দেশের বিনোদন জগতের খ্যাতিমান বাউল শিল্পীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মুন্নী সরকার।
বাংলার আঙিনা ও লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মুন্নি সরকার-এর জন্মদিন আজ। লোকজ ও বাউল গানের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। সংগীতের মাটির গন্ধ আর আঞ্চলিক জীবনের কথা তাঁর কণ্ঠে যেন নতুন করে প্রাণ পায়।

সহশিল্পী ও ভক্তরা জানান— মুন্নি সরকারের গানের মাঝে রয়েছে সহজ-সরল জীবনের কথা, প্রেম-বিরহ আর মানবতার বার্তা। তাঁর পরিবেশনায় বাউল গানের ধারা পেয়েছে আধুনিক মাত্রা।জন্মদিনে শিল্পীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন ভক্তরা।
জন্মদিনের প্রথমে শিল্পির নিজ বাড়িতে কেক কাটা শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদের বাউল জগতের আইকন জহির পাগলা,শিমুল হাসান, পাপিয়া সরকার,সিলেটের ঝুমুর রাণী সরকার,গাজিপুরের রুবি সিকদার,সহ দেশবরেণ্য শিল্পীরা।
এদিকে, দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইজবুক মেসেঞ্জার ইসটাগ্রামের মাধমে শিল্পী ও ভক্ত শুভেচ্ছায় ভাসছেন তিনি। শিল্পীদের শুভেচ্ছা বার্তায় ফুটে উঠেছে- শিল্পীদের যথাযথ সম্মান প্রদর্শন ও ভালোবাসার বন্ধনে