চট্টগ্রাম প্রতিনিধি : সোমবার থেকে বুধবার, পার হতে চলল তিন দিন। এখনো বঙ্গোপসাগরে বিধ্বস্ত জঙ্গি বিমানের পাইলট তাহমিদ রুম্মানের খোঁজ মেলেনি।
তবে বঙ্গোপসাগরে অনুসন্ধান অব্যাহত রেখেছে নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ড। বুধবার সকালেও নৌ-বাহিনীর ‘সুরভী’ জাহাজটি সাইড স্কেনার শোনার দিয়ে অনুসন্ধান চালিয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের অতিরিক্ত কমান্ডার এম দূরুল হুদা বলেন, তাহমিদের খোঁজ পাওয়া যায়নি। তবে আমাদের তল্লাশি অব্যাহত রয়েছে।
এছাড়া নৌ-বাহিনীর ‘সুরভী’ বিমানের বাকি ধ্বংসাবশেষ অনুসন্ধানে কাজ করছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত সোমবার সকালে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বেলা ১১টা ১০ মিনিটে তাহমিদের বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আধা-ঘণ্টা পর বিমানবাহিনী কর্তৃপক্ষ নিশ্চিত হয়, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ছয় মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এরপর গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় সাগর থেকে বিধ্বস্ত বিমানের কয়েকটি টুকরো উদ্ধার করা হয়।
চট্টগ্রামের আনোয়ারার ছেলে তাহমিদ বিমানবাহিনীতে যোগ দেন ২০১০ সালের ডিসেম্বেরে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনিই বড়। বাড়ি চট্টগ্রামে হলেও তাহমিদের পরিবারের সবাই ঢাকায় থাকেন।