Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের চতুর্থ নামাজে জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর মওলানা ফাহিমুর রহমানের ইমামতিতে তার জানাজা সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিল কাজী জাফরের বড় মেয়ের জামাই সৈয়দ আলমাস কবির ও তার ছেলে আয়মান কবির, সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার, জাতীয় পার্টির (একাংশ) যুগ্ম মহাসচিব এস এম এম আলমসহ পার্টির অন্য সব নেতাকর্মীরা।

বড় মেয়ের জামাই সৈয়দ আলমাস কবির জানান, বাদ আসর চতুর্থ জানাজা শেষ হলো। এখন তার মরদেহ গুলশানের নিজ বাস ভবনে রাখা হবে। রাতে সেখানেই থাকবে।

এদিকে প্রবীণ এ রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রীয় সম্মান দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার। পরিবারের বক্তব্য, কাজী জাফর একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে শুক্রবার বাদ জুমা কাজী জাফরের তৃতীয় নামাজে জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়। তার আগে সকাল সোয়া ৮টায় টঙ্গীর মিল গেটের ইস্তেমা ময়দান সংলগ্ন মসজিদে প্রথম জানাজা ও সকাল ১১টা ০৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড- ৬৮, বাসা- ২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমদ। এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।