শনিবার, ২৯ আগস্ট ২০১৫ : জামালপুরের বকশিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বাবুল (৪৩), তার স্ত্রী শিল্পী বেগম (৩০) ও তাদের ১০ মাসের শিশু আবদুল্লাহ।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের বাজিবপুর থেকে মাইক্রোবাসযোগে আসার পথে বকশিগঞ্জ উপজেলাধীন কুলুর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বকশিগঞ্জ থানা পুলিশের এএসআই আলাউদ্দিন জানান, বকশিগঞ্জ আসার সময় কুলুর বাড়ি এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে গেলে তিনজন নিহত হয়। ড্রাইভার আবু বকরকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মাইক্রোবাসটি এখনও উদ্ধার করা যায়নি।