Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
খুব শিগগিরই একটি নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার রাজধানী শেরেবাংলাস্থ বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সামাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, ‘একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। সেই গণতন্ত্র আজ হারিয়ে গেছে। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরে আসবে। কারণ সরকারের মধ্য অস্বস্তি কাজ করছে যা দেখে বিএনপি মনে করে খুব শিগগিরই একটি নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে সেই রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

বিএনপি ক্ষমতায় আসলে পুলিশ ও প্রশাসনকে স্বাধীনভাবে তাদের কাজ করার ক্ষমতা দেয়া হবে বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ।