বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
মতিঝিল থানায় নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
গত ৩০ আগস্ট এই দুই মামলায় হাইকোর্ট রিজভীকে জামিন দেন।
গত জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনে গাড়ি পোড়ানোর অভিযোগ এনে মামলা দুটি দায়ের করে পুলিশ।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিষয়টি জানিয়েছেন রিজভীর আইনজীবী সগীর হোসেন লিওন