Sun. Oct 19th, 2025
Advertisements

13 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সদ্য বহিষ্কৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আরও একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানায় দায়েরকৃত একটি গাড়ি পোড়ানোর মামলায় হুকুমের আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

জয়দবেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল করীম বুধবার রাত ১১টা ৩৭ মিনিটে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চলতি বছর ২৬ জানুয়ারি চান্দনা চৌরাস্তায় একটি গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।’

এদিকে অধ্যাপক এম এ মান্নানের স্বজন সুমন পালোয়ান জানান, মান্নানের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় সবক’টি মামলায় আদালত জামিন দেয়ায় তার মুক্তি প্রায় নিশ্চিত ছিল। কিন্তু নতুন এ মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানোর কারণে সহসা তার মুক্তির সম্ভাবনা রইল না।

অধ্যাপক মান্নান ১০টি মামলার আসামি হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ রয়েছেন। এসব মামলার কারণে সম্প্রতি তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে বহিষ্কার করে