Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অভিযোগ করে বলেছেন, এ সরকার গণতান্ত্রিক সরকার নয়। গণতান্ত্রিক মূল্যবোধ তারা বোঝে না।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের একটি আদালতে ২০০৭ সালে দায়ের করা এক মামলায় হাজিরা দিতে যান হান্নান শাহ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, সরকার নির্বাচনী আচরণবিধির একটিও মানে না। যেসব জায়গায় জনগণ স্থানীয় সরকার গঠনে ভোট দিয়ে ম্যান্ডেট (রায়) দিয়েছিল, সেসব নির্বাচিত মেয়রকে সরিয়ে দেওয়া হয়েছে। অনির্বাচিত মেয়রদের দিয়ে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। এতে বোঝা যায়, সরকার গণতন্ত্রের তোয়াক্কা করে না। নির্বাচনের ফলাফলকে ভয় পায়, এ জন্য তারা সুষ্ঠু নির্বাচন দেয় না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রধানমন্ত্রী নিজে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সামনে বক্তব্য রেখে বলেছিলেন, ৫ জানুয়ারি নির্বাচন হবে সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন। নির্বাচন হয়ে গেলে পরে আলাপ-আলোচনার মাধ্যমে আবার একটি নির্বাচন দেওয়া হবে। সেই প্রতিশ্র“তি থেকেও আপাতদৃষ্টিতে আওয়ামী লীগ সরে গেছে বলে মনে হচ্ছে